প্রশাসন ভবন ঘেরাও করে ১ঘন্টার আল্টিমেটাম রাবি শিক্ষার্থীদের
- বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:২১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ১২:২১ PM

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবন ঘেরাও করে এক ঘন্টার মধ্যে হল খোলার আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এসময় শহীদ হাবিবুর রহমান হল থেকে পাওয়া অস্ত্র প্রশাসনকে জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। 'শিক্ষার্থীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন', 'প্রশাসন ভূয়া', ' প্রশাসন দালাল', ' দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত', সহ নানা স্লোগানও দেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও করে এ আল্টিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা।
এসময় ফাহিম রেজা নামক এক শিক্ষার্থী বলেন, কর্মবিরতিতে থেকেও কিভাবে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় বন্ধ করতে পারেন? কিভাবে হল ত্যাগের নির্দেশ দিতে পারেন? যেখানে আমাদের নিরাপত্তা দিয়ে আমাদের পাশে থাকার কথা সেখানে আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজ করছেন। আপনাদের যৌক্তিক আন্দোলনে আমরা আপনাদের পাশে ছিলাম আমরা ক্লাসরুমে গিয়ে বসে থাকিনি। এখন আপনারা এক ঘন্টার মধ্যে হলগুলো খুলে দেওয়ার নির্দেশ দিবেন। নতুবা আমরা আরো কঠোর আন্দোলন করব।