শিক্ষার্থীদের দখলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 

ঢাবি
  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন ছাত্রলীগ মুক্ত। আজ বুধবার (১৭ জুলাই) শেষ খবর পর্যন্ত ১৮টি হলের সবকটিতেই দখল নিয়েছে হলগুলোর সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায় , সব হল এখন সাধারণ শিক্ষার্থীদের দখলে। গতকাল দিবাগত রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা ওই হল ছাত্রলীগের নেতা-কর্মীদের বের করে দেন। এরপর একে একে শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হল, কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেয় শিক্ষার্থীরা।

এরপর শুরু হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল দখল। আজ বুধবার ভোরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল দখলে নেয়ার পর একে একে বিজয় একাত্তর হল, জসীম উদ্দিন হল, সূর্য সেন হল, এফ রহমান হল, এস এম হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেয় শিক্ষার্থীরা। তবে হল দখলের খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর পরই ছাত্রলীগের নেতা-কর্মীরা রাত থেকেই হল ছাড়া শুরু করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সব হল এখন সাধারণ শিক্ষার্থীদের দখলে। তবে পরিবেশ স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের মোড়ে মোড়ে পুলিশ ও বিজিবি মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।