কোটা আন্দোলন:

জবিতে নিহতদের গায়েবানা জানাজা, পাঁচ দাবি উপস্থাপন

জবি
  © টিবিএম

পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলি বর্ষণে নিহতদের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ৫ দফা দাবি উপস্থাপন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৭জুলাই) বিকাল আড়াইটার টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় কয়েকশো শিক্ষার্থী অংশ গ্রহণ করে‌।

এসময় শিক্ষার্থীরা পাঁচটি দাবী জানান এরমধ্যে প্রধান দাবি হিসেবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানান। এছাড়া ছাত্রীদের হলের নিরাপত্তা, শিক্ষার্থীদের নূন্যতম খরচ বহন,  ছাত্রলীগকে বাস দেওয়া বন্ধ করতে হবে এবং যেসকল ছেলেরা মেসে থাকেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জানাজার নামাজ শেষে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বিভিন্ন দাবি জানিয়ে বক্তব্য রাখেন এবং হলে আটকে পড়া যে মেয়েরা আছেন তাদেরকে ছাড়ানোর জন্য হলের গেটে অগ্রসর হন।