কোটা সংস্কারকে সমর্থন,নিজেদের নির্ধারিত পোষ্য কোটা প্রত্যাখ্যান চবির তিন শিক্ষকের
- চবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০৭:১৩ PM

যখন সাধারণ শিক্ষার্থীরা রক্তাক্ত অবস্থায়ও অভিভাবক শুন্য, শিক্ষক সমাজের নিরবতায় হতাশ ঠিক তখনই সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি নিজেদের সন্তান- সন্ততির জন্য নির্ধারিত পোষ্য কোটা সুবিধা গ্রহণ না করার ঘোষণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষক। তারা হলেন চবি মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ডঃ আফতাব উদ্দিন, ভূগল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোঃ ইদ্রিস আলাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারেক চোধুরী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ডঃ মোঃ আফতাব উদ্দিন বলেন - 'আমি কোটা বিহীন একজন সম্মানিত কৃষকের সন্তান, আমার যোগ্যতার কারণে আমার সন্তান ও স্ত্রীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকারের ভিত্তিতে একটি নূন্যতম মার্ক্স নিয়ে ভর্তির সুযোগ দেওয়াকে আমার বিবেচনায় অন্যায্য মনে করে আমার জন্য নির্ধারিত অধিকার প্রত্যাখ্যান করছি।"একই ভাবে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ মোঃ ইদ্রিস আলাম বলেন "পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি আমার সন্তানের কোটা সুবিধা প্রত্যাখ্যান করলাম।"
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর কয়েকদিন যাবত নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারেক চোধুরী বিস্তারিত স্ট্যাটাস দেন। এতে তিনি উল্লেখ করেন -"বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান রেখে বলছি কোটা সংস্কার হোক এবং সকল ক্ষেত্রে সর্বাবস্থায় পোষ্য কোটা (যেটা আমার জন্যও বরাদ্দ আছে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে) বাতিল হোক। সাধারণ শিক্ষার্থীদের আজ এই অবস্থার জন্য আমরা লজ্জিত ও ঘৃণিত।
তাদের এই অবস্থান কে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রাকিব হাসান নামে এক শিক্ষার্থী লেখেন-অসংখ্য ধন্যবাদ স্যার,খালি আপনাদের সাপোর্ট টা চাই। মাঠের সংগ্রাম টা না হয় আমরাই করি। শরীফ মোস্তাফিজ নামে আরেকজন মন্তব্য করেন -.শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য এক হাঁটু পরিমান নামলে শিক্ষার্থীরা গলা পর্যন্ত নামবে আশা করি। শিক্ষকদের সম্মান সমুন্নত থাকুক, শিক্ষার্থীরা নিরাপদ থাকুক।