ইবিতে আগামীকাল সকালের মধ্যে হল খুলে দেয়ার আল্টিমেটাম
- ইবি সংবাদদাতা;
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০৯:১৮ PM

আগামীকাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় ভিসির বাসভবনে কোটা সংস্কার আন্দোলনকারীরা কর্তৃপক্ষকে এ আল্টিমেটাম দেন। তবে আজকেই (বুধবার) হল খোলার সিদ্ধান্ত থেকে সরে আসেন শিক্ষার্থীরা।
এর আগে, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর আন্দোলনকারীরা আরও বেশি উত্তেজিত হলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেনের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই আন্দোলন না থামানোর ফলে কর্তৃপক্ষের সঙ্গে বসার জন্য শিক্ষার্থীদের প্রস্তাব দেওয়া হয়। পরে আন্দোলনকারীদের একটি টিম ভিসি বাসভবনে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন এবং তারা ৩টি দাবি উত্থাপন করেন।
দাবি ৩টি হলো, হল খোলা রাখতে হবে, আন্দোলনকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
এসব দাবিসমূহ না মানলে শিক্ষার্থীরা তাদের মতো ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দেন এবং ভিসি বাসভবন থেকে বের হয়ে আসেন। এরপর এ দিনের মতো আন্দোলন সমাপ্ত ঘোষণা করেন। আগামীকাল (বৃহস্পতিবার) কোটা সংস্কারকারীদের নির্দেশনার আলোকে পুনরায় আন্দোলনে নামবেন বলে জানান তারা।
এদিকে সন্ধ্যা ৫টার দিকে সারা দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্য হতে যারা নিহত হয়েছেন তাদের গায়েবানা জানাজা নামাজ পড়েন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন শিক্ষার্থীরা।