কোটা আন্দোলনে হামলার ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়
  © সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার (১৭ জুলাই) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে। গত ১৫ এবং ১৬ জুলাই বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষকরা লজ্জিত এবং গভীরভাবে শোকাহত। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ দেশ ও জাতিকে সংকটের ইঙ্গিত দিচ্ছে। কোথাও কোথাও শিক্ষার্থীর হাতেই লাঞ্চিত হচ্ছে শিক্ষার্থী। যা কোনভাবেই কাম্য নয়। শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের উপরও হামলা হয়েছে, যা আমাদেরকে আহত করেছে। তাই দেশের এই চলমান সংকটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শান্তিপূর্ণ হস্তক্ষেপ এবং যৌক্তিক সমাধান বের করার প্রত্যাশা করছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতি এই মুহুর্তে মনে করে যে (ক) সরকার ধৈর্য্য ধারণ করে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করবে, (খ) দেশের সর্বস্তরের পুলিশ-প্রশাসন শিক্ষার্থীদের প্রতি সহনশীল আচরণ দেখাবে, (গ) যে সকল স্বার্থান্বেষী ব্যক্তি কিংবা দল কোটা সংস্কার আন্দোলন দিয়ে দেশকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা তাদেরকে নিয়েও সরকারের সতর্ক থাকতে হবে। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক যেকোন স্লোগান কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমাদের শিক্ষার্থীদের এধরণের স্লোগান থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই। পরিশেষে, আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীর বুকের রক্তক্ষরণ বন্ধ করতে হবে। সরকার কর্তৃক সরকারী চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের আহ্বান এবং চলমান সংকট নিরসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে শিক্ষক সমিতি।