হয়রানি বন্ধে শিক্ষার্থীদের পাশে থাকবে ঢাবি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৪, ০৩:১৭ PM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ কোন শিক্ষার্থী হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জানাতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দেবে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
কোন শিক্ষার্থী হয়রানির শিকার হলে ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের সহকারী ড. মো. হাসান ফারুক (মোবাইল নম্বর: ০১৭৬৮-৮৮৪-৪২৮) এবং ছাত্রীদেরকে সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদ (মোবাইল নম্বর: ০১৭১১-৫৭৬-৩৮৯)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।”
এর আগে গতকাল সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ শিক্ষার্থীদের ওপর হয়রানি বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।