কুষ্টিয়া শহর থেকে ইবির ১১ শিক্ষার্থীসহ আটক ১৪
- ইবি সংবাদদাতা:
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৯:৫৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৪, ০৯:৫৪ PM
কু্ষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১১ শিক্ষার্থীসহ ১৪জনকে আটক করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) ‘মার্চ ফর জাস্টিস’ অংশ নিতে গেলে তাদেরকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী।
জানা যায়, কুষ্টিয়ার বিভিন্ন স্কুল-কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ এ অংশ নেওয়ার জন্য দুপুর আড়াইটায় সময় ঘোষণা করে। এরপর ’মার্চ ফর জাস্টিস’ অংশ নিতে বিভিন্ন স্কুল কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরে যায় কিন্তু শিক্ষার্থীরা একত্রিত হওয়ার আগেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
অতঃপর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীসহ ১৪ জনকে আটক করে পুলিশ।