৬৫ দিন পর খুলল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
- রবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৪, ০৫:৫১ PM

বিভিন্ন ছুটি, অনির্দিষ্টকালীন বন্ধ শেষে ৬৫ দিন পর আজ খুলেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি)। গতকাল সন্ধ্যা ৬টায় খোলা হয় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হোস্টেল। সোমবার (১২ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিন্ডিকেট (বিশেষ) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে ৯জুন থেকে ৪ জুলাই পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ২৬ দিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ শেষে ৭ জুলাই বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও কোটা সংস্কার আন্দোলন ও প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণে ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও একমাত্র ছাত্রী হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়।
দীর্ঘ ৬৫ দিন পরে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত হবার পরিবর্তে অনেকটাই চিন্তিত। তাদের চোখে-মুখে দুঃচিন্তার ভাঁজ লক্ষ্য করা গিয়েছে। একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা দ্রুত সময়ের মধ্যে পাঠদান শেষ করে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করার পাশাপাশি বিগত পরীক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রদান করার দাবি জানান।