আন্দোলনের মুখে পদত্যাগ করলেন উপাচার্য ড. সৌমিত্র শেখর
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৪:৪৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ০৪:৫০ PM

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি বরাবর এক চিঠিতে ব্যক্তিগতকারণে উপাচার্যের পদ থেকে পদত্যাগের কথা জানান তিনি। উপাচার্য সৌমিত্র শেখর নজরুল বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের ১৫ ডিসেম্বর চার বছরের জন্য নিয়োগ পান।
উল্লেখ্য, সরকার পতনের পর থেকেই উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের জন্য তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলো শিক্ষার্থীরা। আজ তার বাস ভবনেও তালা দেয়া হয়।