সরকারের নতুন চার উপদেষ্টাকে স্বাগত জানালেন রাবির শিক্ষক ফোরাম

রাবি
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (রাবি)  © লোগো

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারে আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় তাদেরকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শনিবার (১৭ আগস্ট) ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম এ অভিনন্দন বার্তা জানান।

এ অভিনন্দন বার্তায় তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। পরদিন ৬ই আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট। পরবর্তী চলতি মাসের ৮ই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। 

এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার হাত আরও শক্তিশালী করার জন্য নতুন করে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিডিআর ডিজি লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়েছেন।

বাংলাদেশে ছাত্র-জনতার অভূতপূর্ব এক গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে ও দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বতী সরকার গঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন দীর্ঘদিন ধরে আলাদা বেতন স্কেলসহ কিছু কিছু যৌক্তিক দাবি দাওয়া  নিয়ে সরকারের কাছে অনেক আন্দোলন সংগ্রাম করে আসছে কিন্তু  বিগত স্বৈরাচারী সরকার কোন কর্ণপাত করেনি।  এ সরকার আমাদের দাবি দাওয়া কে মননে নিয়ে অতি দ্রুত বাস্তবায়ন করবে এ আশা বিশ্ববিদ্যালয় শিক্ষক সকলের।

গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে নেওয়াসহ সীমাহীন সমস্যা ও সংকট মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া বড় কঠিন কাজ। তবে আমরা বিশ্বাস করি, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস-এর সরকারে আরও বিজ্ঞ সদস্য যোগ দেওয়াতে  এই অন্তর্বর্তীকালীন সরকার আরও শক্তিশালি ও মজবুত হয়েছে। তাদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সফল হবেন ইনশাল্লাহ। আমরা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সকলেই নিজ নিজ অবস্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে বদ্ধ পরিকর।