৬৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাকৃবিতে দিনব্যাপী কর্মসূচি
- মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি;
- প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৫:৪৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৪, ০৫:৪৫ PM
আগামীকাল ১৮ আগস্ট উদযাপিত হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৪তম প্রতিষ্ঠা দিবস। দিবসটি পালন উপলক্ষে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর ঘোষণা দিয়েছে বাকৃবি শিক্ষক সমিতি । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হবে। বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার (১৮ আগস্ট) সকাল ৫ টা ৩৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১১:০০টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে।পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হবে। এই র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন সংলগ্ন আমতলা হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হবে।
সকাল সাড়ে ১১ টায় শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরপর দুপুর ১২টায় উপাচার্যের বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে 'মাঝে পোনা অবমুক্তকরণ' কার্যক্রম পরিচালিত হবে।
দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও উপাসনালয়ে বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬ টা ৩১ মিনিটে জাতীয় পতাকা অবনমনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হবে।