বাধ্য হয়ে পদত্যাগ করলেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক বাছির

ঢাবি
  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত করার কারণে শিক্ষার্থীদের শোকজ নোটিশ দেয়া কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছিরকে পদত্যাগে বাধ্য করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 

সোমবার (১৯ আগষ্ট) দুপুর একটার দিকে পদত্যাগ করেন অধ্যাপক বাছির। বাংলাদেশ মোমেন্টসকে বিষয়টি অধ্যাপক বাছির নিশ্চিত করেছেন।

পদত্যাগের আন্দোলনের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হক বাংলাদেশ মোমেন্টসকে বলেন, আমরা দুপুর সাড়ে বারোটার দিকে কলা অনুষদে প্রবেশ করি। বাছির স্যারকে ক্লাস থেকে ডেকে আনা হয়। এ সময় আমরা তাকে পদত্যাগ করার জন্য বলি। তিনি তখন অন্যান্য ডিনরা মিলে একসাথে পদত্যাগ করার কথা জানান। 

আমরা তার এই কথা না মেনে দ্রুত পদত্যাগ করার কথা বলি। এরপর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এ সময় তার অফিসে বাছির স্যারের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করি।

পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক বাছির বলেন, “এটা ব্যক্তিগত কারণে করেছি।”

এর আগে চলতি বছরের ১০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রমজান মাসকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একদল শিক্ষার্থী। পরে এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের ‘কেন শাস্তি প্রদান করা হবে না’— এই মর্মে আরবি বিভাগের চেয়ারম্যান জুবায়ের মুহাম্মদ এহসানুল হকের কাছে লিখিত বক্তব্য চান কলা অনুষদের সদ্য সাবেক ডিন অধ্যাপক বাছির।