ঢাবি ছাত্রলীগ নেতার কক্ষ থেকে ‘গ্রেনেড’ সদৃশ বস্তু উদ্ধার 

ছাত্রলীগ
  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের কক্ষ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে হলের শিক্ষার্থীরা। 

সোমবার (১৯ আগষ্ট) দুপুরে হলের উত্তর ব্লকের ২২২ নাম্বার কক্ষে এসব দেখতে পান শিক্ষার্থীরা। পরে হল প্রশাসনকে বিষয়টি জানান তারা।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান বাংলাদেশ মোমেন্টসকে বলেন, একটু আগে শিক্ষার্থীরা আমাকে জানায় হলের একটি কক্ষে গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না এগুলো কি । খবর পাওয়ার পর আমি পুলিশকে জানিয়েছি, তারা আসতেছে। হাউস টিউটররা সেখানে আছেন।