এবার পদত্যাগ করলেন ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার
- ঢাবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ০৫:৪৭ PM
শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছিরের পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। সোমবার (১৯ আগষ্ট) উপাচার্য বরাবর পদত্যাগ পত্র জমা দেন তিনি।
পদত্যাগ পত্রে অধ্যাপক নিসার উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি গণহত্যা ও স্বৈরাচারীতার পক্ষে অবস্থান করায় চারুকলা অনুষদের ডিনের পদত্যাগসহ ৪ দফা দাবি সংবলিত একটি পত্র আমার হাতে এসেছে।
‘তাদের অভিযোগ কতটুকু বস্তুনিষ্ঠ এবং পদত্যাগের দাবি কতটা যৌক্তিক তা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে যাচাই সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য আমার পক্ষ থেকে আবেদন করার কোন সুযোগ বর্তমান পরিস্থিতিতে নেই বিধায় আমি উক্ত অভিযোগ আমলে না নিয়েও আমাকে ডিনের দায়িত্ব থেকে অব্যহতি প্রদানের জন্য অনুরোধ করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, উপাচার্য না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলে অনেকগুলো ফাইল আটকে আছে। নতুন উপাচার্য নিয়োগের পর এই পদত্যাগগুলো কার্যকর হবে।