ছয়দিনের মাথায় পাবিপ্রবি প্রক্টর-ছাত্র উপদেষ্টার পদত্যাগ
- নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৬:০০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ০৬:০০ PM
পদত্যাগ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টর ড. মাসুদ রানা এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. ইমরান হোসেন।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠির মাধ্যমে তারা উভয়ই পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করেছেন। পারিবারিক ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন তারা।
উল্লেখ্য, গত ১৪ই আগস্ট নিয়োগ পান তারা। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে সাবেক প্রক্টর ড. কামাল হোসেন এবং সাবেক ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো: নাজমুল হোসেনকে সরিয়ে তাদেরকে উক্ত পদে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু ছয় দিনের মাথায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করলেন।