নজরুল বিশ্ববিদ্যালয়ের হল থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয়
উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও মাদক  © টিবিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলে প্রশাসনের উপস্থিতিতে অভিযান চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা। তল্লাশি চালিয়ে বিভিন্ন রুম থেকে রাম দা, চাপাতি, রড, মদের বোতল, নেশা জাতীয় দ্রব্য প্রস্তুতির উপকরণসহ নানা দেশীয় অস্ত্র পাওয়া যায়।

সোমবার (১৯ আগস্ট) শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে দুপুর ১২ টায় তল্লাশি শুরু করে হল প্রশাসন। হল প্রাধ্যক্ষ পদত্যাগ করায় হাউজ টিউটর, হল কর্মকর্তা ও সহকারী প্রক্টর হলের প্রত্যেকটি রুমে যায় এবং অভিযান পরিচালনা করে। এসময় তারা বেশ কয়েকটি রুম থেকে দেশীয় অস্ত্র ও মাদক উপকরণ পায়। 

শিক্ষার্থীরা জানায়, বিভিন্ন ছাত্রলীগ নেতাকর্মী অবৈধভাবে হলে অবস্থান করতো ও হলের সিটে তাদের কর্মীদের অবৈধভাবে জায়গা দিতো। তাদের রুমগুলো থেকেই এসব অস্ত্র জব্দ করা হয়। 

দায়িত্বরত হাউজ টিউটর তানজিল আহমেদ জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আমরা থানায় দায়িত্বরত মেজরের সাথে আলোচনা করে সাংবাদিকদের নিয়ে সবগুলো কক্ষে অভিযান পরিচালনা করি। এসময় বেশ কিছু রুম থেকে আমরা নানান দেশীয় অস্ত্র ও মাদক সামগ্রী পাই। এগুলো কোন সাধারণ শিক্ষার্থীদের কাছে থাকতে পারে না। প্রাপ্ত জিনিসগুলো আমরা প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করি।