‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে রাখা হয়েছে’
- জবি প্রতিনিধি:
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৪, ০৩:৫৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সমাবেশ করেছে। সেখানে দাবি করা হয়েছে বিশ বছর ধরে জবিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে রাখা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট ) বেলা ১১ টায় জবি থেকে ভিসি নিয়োগ দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে তারা এ কথা বলেন।
সমাবেশটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। এসময় ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, 'প্রায় দুই দশক ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানা সংগ্রাম করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। কিন্তু সংগ্রাম আর কত দিন আমরা বিজয় দেখতে চাই। বিজয় তখনই অর্জন হবে যখন নিজের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসবে। আমরা ধার করা নেতৃত্ব চাই না।'
এসময় শাহীন আলম নামের আরেক শিক্ষার্থী বলেন, 'এই বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে ভিসি হয়ে যারা এসেছে তারা শুধু ভিসি ভবন আর অডিটোরিয়াম আসা যাওয়া করছেন, তারা আশেপাশে তাঁকায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনও চায় না ঢাকার মধ্যে আরেকটি বিশ্ববিদ্যালয় মাথাচাড়া দিযে উঠুক, তাই তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেরানীগঞ্জে পাঠাতে চায়, তাই তারা বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস কিন্তু আমরা বলতে চাই কেরানীগঞ্জে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাস।'
এছাড়া শিক্ষকদের মধ্যে হতে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, 'কাঠামোগত ও গবেষণার দিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের মানে উন্নীত হতে পারে নাই, অথচ জবির পরে প্রতিষ্ঠা হয়েও অন্যান্য বিশ্ববিদ্যালয় উন্নীত হয়েছে। এর একটাই কারণ জবিকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি করে রাখা হয়েছে। এখানে যারা ভিসি হিসেবে নিয়োগ পায় তারা শুধু রুটিন দায়িত্ব পালন করে, সকালে এসে বিকালে যায়।'
তিনি আরও বলেন, 'জবি থেকে নেতৃত্ব আসলে তিনি সামগ্রিক বিষয়টি বুঝবেন। কিন্তু বাইরে থেকে আসলে তিন মাস লাগে শুধু পরিবেশ বুঝতে বুঝতে। আর তার মধ্যেই তিনি একটা বলয়ের মধ্যে ঢুকে যায়। তাই আমরা জবি থেকেই ভিসি চাই, তাহলে তিনি সামগ্রিক বিষয় বুঝবেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের পালস বুঝবেন।'
ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, 'এটি আমাদের দাবি নয়, অধিকার। কুড়ি বছর ধরে এই বিশ্ববিদ্যালয়কে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি বানিয়ে রাখা হয়েছে। এখন থেকে যদি জবি থেকে ভিসি নিয়োগ দেয়া না হয় তাহলে এই ক্যাম্পাসের গেট বন্ধ থাকবে৷ ভিসিকে ঢুকতে দেওয়া হবে না।'
সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তফা হাসান, 'জবি থেকে ভিসি হলে তাকে দায়িত্ব পালন শেষে বিভাগের ক্লাস রুমে ফিরতেই হবে, যার কারণে তিনি এমন কিছু করবেন না যাতে তাকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে।'