জবি থেকে উপাচার্য নিয়োগে গণস্বাক্ষর কর্মসূচি চলবে অনলাইনেও
- জবি প্রতিনিধি:
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১০:৩৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১০:৩৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গণস্বাক্ষর কর্মসূচি একই সাথে অনলাইনেও চলবে।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন' প্লাটফর্ম থেকে জবির শিক্ষকগণের মধ্য থেকে ভিসি নিয়োগ দেয়ার দাবীতে আগামীকাল বুধবার (২১ আগস্ট) জবিতে "অবস্থান ও গণ স্বাক্ষর" কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষণায় উল্লেখ করা হয়, সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীগণ ভিসি অফিস ও শহীদ মিনারের সামনে অবস্থান করবেন এবং সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ স্বাক্ষর সংগ্রহ করা হবে।
এনিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন জানান, 'আগামীকাল আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি দেয়ার দাবিতে সিগনেচার সংগ্রহ করবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অনেকেই দেশের বাহিরে অবস্থান করছেন। আমরা চাই সকলকে এ আন্দোলনে একত্রিত করতে। এমনকি ঢাকার বাহিরেও যারা আছেন তারাও এই সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন।'
শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন জানান, 'আগামীকালের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।'
উল্লেখ্য যে, অনলাইনে লিংকের মাধ্যমে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে ( https://uua8xq37.forms.app/petition-signature-form )।