জবি থেকে উপাচার্য নিয়োগে ২য় দিনেও কর্মসূচি পালন 

জবি
  © টিবিএম ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে ২য় দিনে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২১ আগস্ট) ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন' প্লাটফর্ম থেকে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচ তলায় শিক্ষক-শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয় এবং তারা একটি মিছিল পুরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে বক্তৃতা প্রদান করে।

এসময় শিক্ষার্থীদের মধ্যে থেকে শোয়েবুল ইসলাম নাঈম বলেন, আমরা জবি থেকেই ভিসি চাই। দাবি আদায় না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ, রাজপথ হবে আমাদের ক্লাসরুম, রাজপথ হবে আমাদের লাইব্রেরী। আমরা দাবি আদায় না হ‌ওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এনিয়ে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মর্জিনা খাতুন বলেন, আমরা রাজনৈতিক ব্যানার থেকে বলছি না। আমাদের তরুণরা একটা প্লাটফর্ম করে দিয়েছে এখান থেকে আমরা বলছি। বহিরাগতরা আমাদের চলার গতি কমিয়ে দেয়, সেজন্যই আমরা নিজেদের মধ্য থেকে ভিসি চাই।

এছাড়া ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসির আহমাদ বলেন, 'এই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমরা আবার বৈষম্যের শিকার হচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর‌ই জগন্নাথের নাম থাকতো কিন্তু আমরা শিক্ষকরা গুচ্ছ নিয়ে বিরোধীতা করার পরও তা বহাল রাখা হয়। নিজেদের ভিসি হলে আমরা বের হতে পারতাম।'

তিনি আরো বলেন, ১৮ বছর বয়সে কেউ যদি স্বাধীনতা চায় সেটি তার নৈতিক স্বাধীনতা দাবি করার সময়। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় বিশ বছর হয়েছে আমাদের এখন স্বাধীন হ‌ওয়ার সময়। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয়ের থেকেই ভিসি দিতে হবে।


অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন এবং তিনি শিক্ষার্থীদের আন্দোলনে আরো বেশি অংশ গ্রহণের আহ্বান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আগামী কর্মসূচিতে অংশগ্রহণের কথা নিশ্চিত করেন।