উপাচার্যের পদত্যাগে অভিভাবকশূন্য পাবিপ্রবি

পাবিপ্রবি
  © ফাইল ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পদত্যাগ করেছেন। উপাচার্যের পদত্যাগের মধ্য দিয়ে অভিভাবকশূন্য হয়ে গেলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বুধবার (২১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। 

এর আগে গত সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন প্রক্টর ড. মাসুদ রানা এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. ইমরান হোসেন। তারা দায়িত্ব গ্রহণের ছয়দিনের মাথায় পদত্যাগ করেছেন।

এদিকে গত সোমবার (১২ আগস্ট) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে শিক্ষামন্ত্রনালয়ে পদত্যাগপত্র দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দিন। সব মিলিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে অভিভাবকশূন্য।