যুক্তরাজ্যে স্কলারশিপ পাওয়ায় রাবি ছাত্রদলের আহ্বায়ক সদস্যকে সংবর্ধনা

রাবি
  © টিবিএম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য "তশরিফ ওয়াজেদ" যুক্তরাজ্যের কিংস্টন বিশ্ববিদ্যালয়ে (২০২৪-২৫) সেশনে এমএসসি প্রোগ্রামে স্কলারশিপ পাওয়ায় সংবর্ধনা দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্ছে এ সংবর্ধনা দেন তারা।

এসময় সুলতান আহমেদ রাহী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন ভাবেই আমরা আমাদের নৈতিক এবং প্রযুক্তির উৎকর্ষ সাধন করতে পারব না। তাই আমাদেরকে অ্যাকাডেমিক পড়াশোনার ব্যাপারে সচেতন হতে হবে। আমরা মেধাভিত্তিক আগামী গড়তে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এসময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, এম এ তাহের, আহ্বায়ক সদস্য আবু সাইদসহ বিভিন্ন হল অনুষদের নেতাকর্মীরা।