ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

হাবিপ্রবি
  © ফাইল ফটো

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ আগষ্ট) রাত ১১ টায় বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকে শেষ হয় মিছিলটি। এ সময় দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, 'বন্যার এই দিনে, আবরার তোমায় পড়ে মনে' সহ নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

মিছিল শেষে বৃহস্পতিবার দুপুর বারোটায় আরেকটি বিক্ষোভ মিছিল এবং বিকেল ৫ টায় মশাল মিছিলের ঘোষণা দেয় শিক্ষার্থীরা