দ্বিতীয় দিনের মতো ঢাবিতে শুরু হলো গণত্রাণ সংগ্রহ, চলবে রাত পর্যন্ত
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১১:০৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ১১:০৯ AM
দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চলছে ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৩ আগষ্ট ) সকাল দশটায় এই কর্মসূচি শুরু হয়, চলবে রাত আটটা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে মানুষ টিএসসিতে এসে বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন । প্যাকেট-বস্তাভর্তি চিড়া, মুড়ি, বিস্কুটসহ বিভিন্ন শুকনা খাবার নিয়ে আসছেন তারা। খাবার স্যালাইনের মতো জরুরি সামগ্রীও আনতে দেখা গেছে।
এসব সামগ্রী সংগ্রহ করে টিএসসির অভ্যন্তরে মজুদ করা হচ্ছে। নগদ অর্থও গ্রহণ করা হচ্ছে এ কর্মসূচিতে।
এ ছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে ক্যাম্পাস এলাকাসহ আবাসিক হলে হলে বন্যার্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করছেন। বিভাগে বিভাগেও শিক্ষার্থীরা একই ধরণের কর্মসূচি চালাচ্ছেন।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যার্তদের জন্য এসব সামগ্রী ও তহবিল সংগ্রহ করছেন শিক্ষার্থীরা।
এদিকে গতকাল বৃহস্পতিবার (২১ আগষ্ট ) দিবাগত রাত একটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত নগদ ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা সংগ্রহ হয়েছে।