বন্যার্তদের জন্য ঢাবিতে ত্রাণ দিতে ছাত্র-জনতার ঢল
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৫:১৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ০৫:৪৮ PM
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যার্তদের জন্য ত্রাণ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র-জনতার ঢল নেমেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ ছুটে আসছেন টিএসসি এলাকায়।
শুক্রবার (২৩ আগষ্ট) বিকাল পাঁচটায় টিএসসি এলাকা ঘুরে দেখা যায়, ছাত্র-জনতার দেয়া ত্রাণে টিএসসির ভিতরের ক্যাফেটেরিয়া, গেমস রুম ভর্তি হয়ে গেছে। এখন ক্যাফেটেরিয়ার বারান্দা ও টিএসসি অডিটোরিয়ামে রাখা হচ্ছে এসব ত্রাণ। নগদ অর্থও গ্রহণ করা হচ্ছে এ কর্মসূচিতে।
দ্বিতীয় দিনের মতো বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন। প্যাকেট-বস্তাভর্তি চিড়া, মুড়ি, বিস্কুটস, ন্যাপকিনসহহ বিভিন্ন শুকনা খাবার নিয়ে আসছেন তারা। খাবার স্যালাইনের মতো জরুরি সামগ্রীও আনতে দেখা গেছে।
এ ছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে ক্যাম্পাস এলাকাসহ আবাসিক হলে হলে বন্যার্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করছেন। বিভাগে বিভাগেও শিক্ষার্থীরা একই ধরণের কর্মসূচি চালাচ্ছেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার (২১ আগষ্ট ) দিবাগত রাত একটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত নগদ ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা সংগ্রহ হয়েছে।
তবে আজকে এ পর্যন্ত কত টাকা জমা হয়েছে তা এখনো জানা যায়নি।