কেমন উপাচার্য চায় রাবিপ্রবির শিক্ষার্থীরা

রাবিপ্রবি
  © সংগৃহীত

একাডেমিক কার্যক্রম শুরুর ১০ বছরে দুইজন শিক্ষাবিদকে ভাইস চ্যান্সেলর হিসেবে পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। ১ম উপাচার্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন প্রয়াত অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। দ্বিতীয় উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান অধ্যাপক ড. সেলিনা আখতার। গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেন। আন্দোলনের তোপের মুখে গত ১৮ আগস্ট রাতে তিনি পদত্যাগ করেন। তিনি চলে যাওয়ায় রাবিপ্রবি পরিবারে চলছে নানা জল্পনা-কল্পনা। কে হচ্ছেন আগামীতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কর্ণধার।

অভিভাবক হিসেবে কেমন উপাচার্য চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সঞ্চিতা চক্রবর্তী। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্দ্রা চাকমা বলেন,"প্রথমত কোনো রাজনৈতিক  দলের কেউ না এবং একদম নিরপেক্ষ একজন ভিসি চাই আমি। যিনি দুর্নীতি, স্বজনপ্রীতি করবেন না। নিজের ইচ্ছা মতো শিক্ষক নিয়োগ দিবেন না, যোগ্যতার ভিত্তিতে পরিচালনা করবেন সবকিছু। অবশ্যই শিক্ষার্থীবান্ধব হবেন। যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে পাওয়া যাবে এবং ক্ষমতার অপব্যবহার করবেন না।"

ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সামসিদ দোহা উৎস বলেন,"আমি মনে করি রাবিপ্রবির নতুন উপাচার্য কে অবশ্যই অসাম্প্রদায়িক চিন্তাধারার হবেন। তিনি হবেন স্বজনপ্রীতি মুক্ত এবং শিক্ষার্থী বান্ধব। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এর পাশাপাশি শিক্ষার মান আরো উন্নত করবেন। শিক্ষার্থীদের জন্য একটা সেশনজট মুক্ত পরিবেশে উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তিনি সর্বদা চেষ্টা করবেন। প্রার্থনা করি নতুন উপাচার্যের আগমন দ্রুত হোক সেই সাথে তার পদচারণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হোক।"

ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রতীভা দেন বলেন, "একজন শিক্ষার্থী হিসেবে আমার মতামত হলো, আমাদের এমন  একজন উপাচার্য হবেন যিনি আমাদের সমস্যা গুলো মনোযোগ দিয়ে শুনবেন। এছাড়াও ওনার কাছে গেলে আমরা তাৎক্ষণিক সমাধান পাবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সমস্যা সেশন জট। এটি কম বেশি সব ডিপার্টমেন্টেই আছে।আমি চাই যিনি উপাচার্য হয়ে আসবেন তিনি যেন এই সেশন জট সমস্যার সমাধান করেন।"

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী আহসানুল কাদের আকিব বলেন,"উপাচার্য হিসেবে  একজন সৎ,সাহসী,স্ট্রিক্ট মানুষ চাই।যিনি আমাদের নিজের সন্তান মনে করবেন। আমাদের সমালোচনা কে গুরুত্ব দিবেন।আমাদের সমস্যা গুলো শুনবেন আর সমাধান করবেন।সকলকে কে জবাবদিহিতার মাঝে রাখবেন।বাজেট এর সর্বোচ্চ সৎ ব্যবহার করবেন।সর্বোপরি দুর্নীতিমুক্ত ক্যাম্পাস থাকবে। কোনো স্বজনপ্রীতি থাকবে না।যোগ্য মানুষদের কে বিভিন্ন পদে জায়গা দিবেন। বাইরের কোনো শক্তি কে হস্তক্ষেপ করতে দিবেন না। কোনো পক্ষপাতিত্ব থাকবে না।সব ডিপার্টমেন্ট কে সমান চোখে দেখবেন