বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

নজরুল বিশ্ববিদ্যালয়
  © ফাইল ছবি

বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে শিক্ষকদের মূল বেতনের এক (১) দিনের সমপরিমান টাকা প্রদানের জন্য সকল শিক্ষকদের অনুরোধ করার নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (২২ আগস্ট) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই বিষয় জানানো হয়।

বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার (২২ আগস্ট) অনলাইন মাধ্যমে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভারত যদি ইচ্ছাকৃত প্রাকৃতিক দুর্যোগ বাড়ানোর চেষ্টা করে থাকে তবে তার নিন্দা ও প্রতিবাদ জানায় শিক্ষক সমিতি। বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতার জন্য সম্মিলিত ফান্ড শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও সকল বিভাগীয় প্রধানকে অনুরোধ করা হয় তারা যেন স্ব স্ব বিভাগে কোনো শিক্ষার্থী বা তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়ার জন্য। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সকল সমিতি, ক্রিয়াশীল সংগঠন বা সকল ক্লাবকে অনুরোধ করা হয় যেন সবাই বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ কমিটির মাধ্যমে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারে।