বন্যাদুর্গতদের জন্য ২য় দিনে ঢাবির টিএসসিতে সংগ্রহ ৪০ লাখ টাকা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৭:৪৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ০৭:৪৫ PM
সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির।
এমতাবস্থায় বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে গণত্রাণ সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেন্দ্রীয়ভাবে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গণত্রাণ সংগ্রহের দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত টিএসসিতে ৩৯ লাখ ৩৫ হাজার ২৭২ টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত জানান, টিএসসিতে গণত্রাণ কর্মসূচি থেকে আজ বিকেল ৫টা পর্যন্ত ৩৯ লাখ ৪৫ হাজার ২৭২ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে।
রাত ১০টা পর্যন্ত অর্থ সংগ্রহ চলবে।