ত্রাণ নিতে হিমশিম খাচ্ছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
- ঢাবি প্রতিনিধি;
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ০৮:০৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে দ্বিতীয় দিনের মতো চলা গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে ছাত্র-জনতার ব্যাপক সাড়ায় ত্রাণ নিতে হিমশিম খাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছাত্র-জনতা ব্যাপক সাড়া পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, কেউ আসছেন রিকশা করে কেউবা পায়ে হেঁটে, সবার হাতে ত্রাণ সামগ্রী। কেউবা আবার মাথায় করে ত্রাণ নিয়ে টিএসসির ভিতরে ছুটছেন। দেখে মনে হয়েছে কারও চোখেমুখে নেই কোন ক্লান্তি, প্রস্ফুটিত হয়ে ওঠেছে আনন্দের প্রতিচ্ছবি। গতকাল এমনই চিত্র দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায়। প্রাইভেট কারের দীর্ঘ লাইনের কারণে সৃষ্টি হয়েছে যানজটের। হাজার হাজার মানুষের ত্রাণ নিয়ে টিএসসি আসায় হিমশিম খাচ্ছেন গণত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক এবি জুবায়ের বলেন, টিএসসিতে এতো ত্রাণ আসছে আমাদের স্বেচ্ছাসেবকদের যে হিসাব রাখতে কষ্ট হয়ে যাচ্ছে। ত্রাণ নিয়ে আসা গাড়িরও লেগেছে লম্বা জ্যাম। জাতীয় ঐক্যের এক অনন্য উদাহরণ।
এদিকে গণত্রাণ সংগ্রহে তিন শতাধিক শিক্ষার্থী কাজ করছেন টিএসসির ভিতরে ও বাইরে। কেউ কেউ অতিরিক্ত যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের এমন কাজে প্রশংসা করছেন সাধারণ মানুষ।
ত্রাণ দিতে আসা রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি দ্য বাংলাদেশ মোমেন্টসকে বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর কত চড়াই উতরাই পেরিয়ে আজকের ত্রাণ দিতে মানুষ পিঁপড়ার মতো ছুটে আসছে। এ যেন আরেক এক অনন্য দৃষ্টান্ত।
এদিকে গতকাল ও আজ মিলে বিকাল পাঁচটা পর্যন্ত ৬৯ লাখ টাকার ওপরে নগদ অর্থ হাতে পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
অনেকেই বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম চিত্র গত একশো বছরেও চোখে পড়েনি। এই মেলবন্ধন আজীবন অটুট থাকুক সেই প্রত্যাশা এখন ছাত্র-জনতার।