জাবিতে ত্রাণ দিতে ছাত্র- জনতার উপচে পড়া ভীর

জাবি
  © টিবিএম

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যার্তদের জন্য ত্রাণ দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ত্রাণ সংগ্রহ চলছে ছাত্র - জনতার উপচে পড়া ভীর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে শত শত  মানুষ ছুটে আসছেন বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায়। পরবর্তীতে বৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের নিচতলায় ত্রাণ নেওয়া হয়। 

শুক্রবার (২৩ আগষ্ট) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের নিচে রাখা হচ্ছে এসব ত্রাণ। নগদ অর্থও গ্রহণ করা হচ্ছে এ কর্মসূচিতে।

সরেজমিনে আরোও দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ত্রাণ সংগ্রহের কাজে যোগ দিচ্ছে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, সাভার, নবীনগর, বাইপাইল প্রভূতি এলাকাসমূহে ত্রাণ সংগ্রহ করছে শিক্ষার্থীরা। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগ ও আবাসিক হলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বন্যার্ত মানুষের জন্য ফান্ড সংগ্রহ, শুকনো খাবার, প্রয়োজনীয় জামা-কাপড় সংগ্রহ করছেন।

বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিন মিয়া বলেন, বন্যার্ত মানুষের পাশে দলমত নির্বিশেষে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও শিক্ষক - শিক্ষার্থীরা সবাই সহযোগিতা করছে। আমাদের বিভাগ থেকেও ত্রাণ সংগ্রহের কাজ চলমান। আমাদের মতো বিভিন্ন বিভাগ, হল ও সংগঠন থেকে ত্রাণ সংগ্রহ করছে। 

গণত্রাণ কর্মসূচী সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন বলেন, আমাদের গণত্রাণ কর্মসূচীতে সবাই ত্রাণ দিচ্ছে। মানুষজন বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছে। খাবার, ঔষধ,পানি, শুকনো খাবার প্রভৃতি দিয়ে যাচ্ছে। আমরা আগামীকাল ও ত্রাণ সংগ্রহ করবো।