বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় রবির অর্থনীতি বিভাগের ফান্ড সংগ্রহ
- রবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৫:২৩ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ০৫:২৩ PM
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের অার্থিক সহায়তা প্রদান এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ফান্ড সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন।
শুক্রবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী নিজেরা অর্থ ডোনেট করেছেন। এতে প্রায় ৩০ হাজার নগদ অর্থ সংগ্রহ করেছেন তাঁরা। এসব অর্থ শিঘ্রই পাঠানো হবে বন্যাকবলিত এলাকায়।
বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এখন বন্যাদুর্গত সেসব অঞ্চলের জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বন্যায় প্লাবিত অঞ্চলের অর্থনীতি ও গণমানুষের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে এই সংকট মোকাবেলায় বিভাগের সবাই ঐক্যবদ্ধ। ইতোমধ্যে অর্থনীতি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে ফান্ড গঠন করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস করা হয়েছে। মানবতার সেবায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অর্থনীতি পরিবারের সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অন্য যেকোন অর্থনীতি বিভাগ থেকে আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের আলোয় আলোকিত এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা চর্চার পাশাপাশি মানবকল্যাণমুখী চেতনা ধারণ করে। সেই চেতনারই বহিঃপ্রকাশ হলো এই ক্ষুদ্র প্রয়াস। এভাবেই সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এলে, যেকোন দুর্যোগ মোকাবেলা করা কঠিন হবে না।