ইবিতে ভিসি নিয়োগ নিয়ে গুজব!
- ইবি সংবাদদাতা:
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:১৯ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ০৮:১৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকিব নসরুল্লাহকে ভিসি হিসেবে নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন ফেসবুক পেইজ এবং আইডি থেকে এ গুজব ছড়িয়ে পড়ে। ফলে ভিসি নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের মাঝে অন্যরকম উত্তেজনা কাজ করছে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যাপক ড. নকিব নসরুল্লাহ এ বিষয়ে তেমন কিছুই জানেন না এবং ভিসি হিসেবে নিয়োগের কোন চিঠিও পাননি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। ড. নকিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পাননি।
এ বিষয়ে অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ সাংবাদিকদের বলেন, আমি এখনো কোন চিঠি হাতে পাইনি।