গণ- ত্রাণ সংগ্রহে রাবিপ্রবিয়ানদের কর্মসূচি
- রাবিপ্রবি প্রতিনিধি;
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১১:৫৪ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ১১:৫৪ PM
দেশের বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা ২৪ অগাস্ট (শনিবার) সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় গণ-ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করে।
এসময় নগদ অর্থ,পুরনো জামাকাপড়, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধপত্রসহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী সংগ্রহ করে রাবিপ্রবি শিক্ষার্থীরা।
ত্রাণ সংগ্রহের জন্য রাবিপ্রবিয়ানরা রাঙ্গামাটি শহরের বনরূপা,পৌরসভা, দোয়েল চত্বর, তবলছরি, ভেদভেদী, রিজার্ভ বাজারসহ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে বুথ স্থাপন করে।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহের পর রাবিপ্রবি ছাত্র হলে এসব ত্রাণসামগ্রী জমা করা হয়।
রাবিপ্রবিয়ানরা সারাদিনে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ২৩ অগাস্ট রাতে গণ-ত্রাণ সংগ্রহের উদ্দেশ্যে ছাত্র হলে রাবিপ্রবি শিক্ষার্থীদের ডাকা একটি মিটিং থেকে ২৪ অগাস্টের(শনিবার) কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে প্রায় ১৫০ জন রাবিপ্রবিয়ান অংশ নিয়েছে বলে জানা যায়।