রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণত্রাণ কর্মসূচি পালন
- হাবিবুর রহমান, রবি প্রতিনিধি;
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ০৬:২৪ PM
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন। রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১, স্থানীয় শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড, দিলরুবা বাসস্ট্যান্ড এবং শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্নে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। সরেজমিনে দেখা যায় এসকল বুথে নগদ অর্থ, পুরানো জামা-কাপড়, শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধপত্রসহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। এসব ত্রাণসামগ্রী শিঘ্রই পাঠানো হবে বন্যাকবলিত এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এরশাদুজ্জামান আশেক বলেন, বানভাসি মানুষকে সহায়তা করার জন্য আমরা গত বৃহস্পতিবার থেকেই বিভিন্ন জায়গায় ফান্ড সংগ্রহ করতে শুরু করেছি। প্রতিটি মানুষ স্বতস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন। কারো কারো মধ্যে আবেগতাড়িতভাব লক্ষ্য করেছি। আজ থেকে গনত্রাণ সংগ্রহ করছি। এতে সকলেই সহযোগিতায় এগিয়ে এসেছেন। আমরা শিঘ্রই এ অর্থ বানভাসি মানুষের কাছে পৌঁছে দিবো।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী তাইবুর রহমান বলেন, আমরা কয়েকজন এমবিবিএস ডাক্তারের সাথে কথা বলেছি। তারা বানভাসি মানুষকে চিকিৎসা দিতে যেতে প্রস্তুত আছেন। আমাদের সংগ্রহকৃত পুরানো কাপড়, চাল, ডাল, চিড়াসহ প্রভৃতি ত্রাণ আগামী মঙ্গলবারের দিকে পৌঁছানো হবে বন্যাকবলিত এলাকায়। এসময় স্থানীয় লোকজন নিজেদের পরিবহন খরচে তাঁদের নিজ বাড়ি ও আশেপাশের বাড়ির কাপড় সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে দেখা গেছে। একজন প্রবীনের সাথে কথা বললে তিনি বলেন, আমরা গরিব মানুষ, গরিবের দুঃখ বুঝি। নিজেরদের যা ছিল তা আনছি, পাড়ার ধনীরা সোকেচ থেকে পুরান কাপড় বের করে দিয়েছে সেগুলো নিয়ে আসছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় শাহজাদপুর উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন বাজার, মসজিদ, পাবনা উপজেলার বেরা এবং উল্লাপাড়া উপজেলার সলঙ্গা, বেলকুচি উপজেলা প্রভৃতি বাজার থেকে ফান্ড সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এতে প্রায় তিন লক্ষাধিক নগদ অর্থ সংগ্রহ করেছেন তাঁরা।