ভিসি নিয়োগের গুজবে ইবিতে আন্দোলন, বন্যা নিয়ে নেই মাথাব্যথা

ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ভিসি নিয়োগের গুজবকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে একটি পক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহকে ভিসি নিয়োগের বিষয়ে গুজব ছড়ালে ক্যাম্পাসের একটি গ্রুপ এর বিরুদ্ধে উঠে পড়ে লাগে। স্থানীয় ভিসি প্রার্থীদের কয়েকজন এদেরকে মদদ দিচ্ছে বলে জানা গেছে।

সূত্রমতে, এতে অংশগ্রহণ করেছে সংশ্লিষ্ট প্রার্থীদের কতিপয় ছাত্র, একটি ছাত্র সংগঠনের কিছু সদস্য ও বহিরাগতরা। ওই ইস্যুকে কেন্দ্র করে তারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। কিন্তু বন্যার্তদের নিয়ে এদের নাই কোন মাথাব্যাথা। শনিবার রাত ৮টার দিকে এবং আজ (রবিবার) বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ ও মানববন্ধন করে। 

অভিযোগ উঠেছে, ইবির আভ্যন্তরীণ কয়েকজন ভিসি প্রার্থীর মদদে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃত্বে গুটিকয়েক শিক্ষার্থী বিভিন্ন সময় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে। তবে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ মূল নেতৃবৃন্দের এসব মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কিন্তু তাদের নেতৃত্বে এসব সংঘটিত হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

আজকের মানববন্ধনে কিছু অপরিচিত মুখ লক্ষ্য করা গেছে। জানা গেছে তারা ক্যাম্পাসের শিক্ষার্থী নয়। অথচ দেশের চলমান বন্যায় অসহায় মানুষের আর্তনাদ শুনেও আন্দোলনকারীদের নেই কোন কর্মসূচি। ফলে ক্যাম্পাসে এ নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা চাই দ্বিতীয় স্বাধীনতার চেতনাধারী, ছাত্র-বান্ধব, সংস্কারমুখী, দুর্নীতিমুক্ত ভিসি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তিনি যেকোনো বিশ্ববিদ্যালয়ের হলেও আমাদের আপত্তি নেই। 

 এ বিষয়ে জানার জন্য ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।