নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র ব্যক্তিদের প্রবেশ-ভীতি প্রদর্শনে শিক্ষকদের নিন্দা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ০৩:০৬ PM
ক্যাম্পাসে শিক্ষকদের অসম্মান করা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকদের পক্ষে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২১ আগস্ট বিকেলে কয়েকজন সশস্ত্র ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁরা শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের লাঞ্ছিত করেন। একপর্যায়ে তাঁরা শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের ভবনের ছাদ থেকে ফেলে দিতে ছাত্রছাত্রীদের উসকানি দেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশের নিশ্চয়তা চেয়েছেন সচেতন শিক্ষকেরা। তাঁরা বলেছেন, গত অভ্যুত্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আন্দোলনকে বেগবান করেছেন। অনেক শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তা দিয়েছেন। কাজেই ২১ আগস্ট ক্যাম্পাসে সৃষ্ট ঘটনা খুবই অনভিপ্রেত। এটি অংশগ্রহণমূলক সমাজ গঠনের প্রত্যয়ের জন্য হুমকি।