শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলায় সাদা দলের নিন্দা
- ঢাবি প্রতিনিধি;
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ০৬:৪১ PM
চাকুরি জাতীয়করণের দাবিতে আনসার বাহিনীর সচিবালয় ঘেরাও, উপদেষ্টাসহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আটকে রাখা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার (১৫ জুলাই) রাতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান এবং অধ্যাপক ড. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি যে, শহীদদের রক্তে রঞ্জিত ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ড. মোহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দাবি আদায়ের নামে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রাজপথে মিছিল-অবরোধ করে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। এমনকি সচিবালয়ের মত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রবিন্দুকে ঘেরাও ও কর্মকর্তাদের আটক রেখে দাবি আদায়ের অপচেষ্টা করছে। এটি কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আনসার বাহিনীর মত একটি সুশৃঙ্খল বাহিনী দাবি আদায়ের নামে গতকাল সচিবালয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাকে কোন সাধারণ ঘটনা হিসাবে দেখার সুযোগ নাই’।
‘আমরা মনে করি, এসব কর্মকান্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে প্রকারান্তরে পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন ও তাদের নীলনকশা বাস্তবায়নের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা যে কোনো মানুষ ও প্রতিষ্ঠানের ন্যায্য ও যৌক্তিক দাবির প্রতি সহানুভূতিশীল। তবে দাবি আদায়ের সময় ও পন্থা অবশ্যই যৌক্তিক হওয়া আবশ্যক। আমাদের বিশ্বাস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে সচেতন। তাই যে কোন সমস্যা সমাধানে সরকারকে যৌক্তিক সময় দেয়া বাঞ্ছনীয়। তা না করে দাবি আদায়ের নামে আনসার সদস্যরা গতকাল সচিবালয়ে যে ঘটনা ঘটিয়েছে তা শাস্তিযোগ্য অপরাধ বলে আমরা মনে করি। তাই গতকালের সচিবালয় ঘেরাও, উপদেষ্টাসহ কর্মকর্তা-কর্মচারীদের আটকে রাখা ও ছাত্র-জনতার উপর বর্ররোচিত হামলার সাথে সংশ্লিষ্ট আনসার সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে সমন্বয়কসহ আহত সকল শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ করছি’ বলেন তারা।