বন্যার্তদের সহায়তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কনসার্ট ফর ফ্লাড’ আয়োজিত

রবি
  © টিবিএম

দেশের দক্ষিণ- পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সংগ্রহ করতে ‘কনসার্ট ফর ফ্লাড’ আয়োজন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৬ আগস্ট) বিকেলে শাহজাদপুর প্রেস ক্লাবের সম্মুখে সকলের জন্য উন্মুক্ত এই কনসার্ট আয়োজন করে শিক্ষার্থীরা। 

জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর ফ্লাড’। পরবর্তীতে হাজারো দর্শকের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তিসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এ ছাড়া এর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব উদ্যোগে খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় দ্রব্য ও নগদ অর্থ উত্তোলন করছেন। গত বৃহস্পতিবার থেকে শুরু করে বিগত কয়েকদিন ত্রাণের জন্য তহবিল সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। 

এর আগে গতকাল বন্যার্তদের পাশে দাঁড়াতে এক দিনের বেতনের সমপরিমাণ টাকা দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

প্রসঙ্গত, টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়।