প্রায় ১০০০ বানভাসি পরিবারে ত্রাণ পাঠালো নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার

নজরুল বিশ্ববিদ্যালয়
  © টিবিএম

বন্যার্তদের সহযোগিতায় ৯৮৭টি পরিবারের উদ্দেশ্যে ত্রাণ পাঠিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১টার সময় বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে ত্রাণ নিয়ে রওনা হন শিক্ষক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ক্রিয়াশীল ও আঞ্চলিক সংগঠন, বিভিন্ন বিভাগের আর্থিক সহযোগিতায় পুরো ত্রাণ কার্যক্রমটি সম্পন্ন করা হয়। সোমবার (২৬ আগস্ট) দিনভর বাজার করার পাশাপাশি চলে প্যাকেটিং। শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে রাতের ভিতরই শেষ হয় ৮৬৭টি ত্রাণের প্যাকেট। মাঝপথে গাজীপুর থেকে আরও ১২০ প্যাকেট ত্রাণ যুক্ত হয়।

ত্রাণের প্রতিটি ব্যাগে দেয়া হয়েছে ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, আধা কেজি গুড়, আধা কেজি বিস্কিট, ২০০ গ্রাম খেজুর, ৫টি স্যালাইন, ২ লিটার পানি, ১ প্যাকেট ন্যাপকিন, ৫টি মোমবাতি, দিয়াশলাই এবং জরুরি ঔষধ। ত্রাণের দুটি বাসের একটি ফেনী এলাকায় অন্যটি নোয়াখালীতে যাবে বলে জানায় শিক্ষার্থীরা।

এর আগে ২৪ আগস্ট রাতে শুকনো কাপড় ও ১৭৫টি পরিবারের জন্য ত্রাণ পাঠানো হয়।