জবি থেকে ভিসি নিয়োগের দাবিতে ক্যাম্পাসে লিফলেট বিতরণ, চলমান গেটলক কর্মসূচি
- জবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০২:৩৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ০২:৪০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। সেই সাথে চলমান রয়েছে বাইরের ভিসির জন্য গেটলক কর্মসূচি।
বুধবার (২৮ আগস্ট) ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জবি থেকে উপাচার্য নিয়োগের দাবিতে 'জমায়েত ও লিফলেট' বিতরণ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকলে জমায়েত হতে শুরু করে পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হেঁটে লিফলেট বিতরণ করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জবি থেকেই ভিসি নিয়োগের যৌক্তিক কারণ গুলো লিফলেটের মাধ্যমে তুলে ধরে বহুলভাবে প্রচারের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসির আহমাদ জানান, 'বিশ্ববিদ্যালয়ের সকলের কাছে আমাদের এই দাবি উপস্থাপন করা জন্য লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাইরের ভিসির জন্য গেটলক কর্মসূচি চলমান আছে সামনে নতুন কর্মসূচি পরিস্থিতি অনুযায়ী গ্রহণ করা হবে।'
এছাড়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাদিয়া বিনতে ইউসুফ বলেন, 'আমাদের শিক্ষা জীবন শেষের দিকে, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের একাডেমিক জীবন পাড় হয়েছে। কিন্তু এই সংগ্রাম আর কতদিন পরবর্তী প্রজন্মকে আমরা নতুন দিন উপহার দিতে চাই এজন্য জবি থেকে উপাচার্যের বিকল্প নেই।'
লিফলেটে জবি থেকেই উপাচার্য নিয়োগের কারণ দেখিয়ে বেশ কিছু বক্তব্য উল্লেখ করা হয় তারমধ্যে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো, দায়বদ্ধতার ঘাটতি, পর্যাপ্ত অধ্যাপক, সমস্যা সমাধানে তড়িৎ ও কার্যকর পদক্ষেপ এবং একাডেমিক উন্নয়ন নিশ্চিতসহ নানা কারণ উল্লেখ ছিল।