ঢাবির নতুন প্রক্টর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সাইফুদ্দীন আহমদ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ০৫:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর হিসেবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) থেকে পাঠানো এক চিঠিতে এই নিয়োগ প্রদান করা হয়।
চিঠিতে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সাইফুদ্দীন আহমদকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেন।
চিঠিতে নতুন প্রক্টর হিসেবে বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্যতার কথা এবং এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
এছাড়া, এতে প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে সাইফুদ্দীন আহমদের যোগদানপত্র জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।