ইবি কর্মকর্তাদের অফিস ফাঁকি, সেবা বঞ্চিত শিক্ষার্থীরা

ইবি
  © টিবিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের কর্মকর্তারা মেতেছে অফিস ফাঁকির মহোৎসবে৷ অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হলেও দুপুরের আগেই ফাঁকা হয়ে যায় বিভিন্ন দফতর। এর মধ্যে শীর্ষে রয়েছে শিক্ষার্থীদের জরুরি সেবা দানকারী পরীক্ষা নিয়ন্ত্রক দফতর। দুপুরের মধ্যেই এই দফতরের অধিকাংশ কর্মকর্তাই অফিস ছাড়ে।

সরেজমিনে দেখা যায়, বুধবার বেলা সাড়ে ১২টায় পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জরুরী কাগজপত্র তুলতে শিক্ষার্থীরা ভিড় করেন। কিন্তু তাদের সেবা দেওয়ার মতো কর্মকর্তাদের উপস্থিতি ছিল খুবই কম। বেশিরভাগ কক্ষের তালা খোলা থাকলেও কোনো কর্মকর্তার দেখা পাওয়া যায়নি। এসময় ওই দফতরের ৩২৩ নং, ৩২৪,৩২৫ ,৩২৬,৩২৯, ৩৩৫, ৩৩৭ ,৩৩৮, ৩৪০ নং ও ৩৪১ নং রুমের কাউকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু বলেন, তারা অফিসিয়ালি কেউ আমাকে কিছু বলে যায়নি। এছাড়া আমাদের অফিসে কোনো হাজিরা পদ্ধতিও নেই। যার কারণে তারা যখন ইচ্ছা আসে যখন ইচ্ছা চলে যায়। সকলকে অফিসের নিয়ম মতো অফিস করা উচিত বলে আমি মনে করি। কারো অফিস ফাঁকি দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।