ঢাবির নবনিযুক্ত ভিসিকে অভিনন্দন জানালেন সাবেক ভিসি অধ্যাপক মাকসুদ

ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত ৩০তম উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সোমবার (২৭ আগষ্ট) নতুন ভিসি দায়িত্ব নেয়ার পর অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন জানিয়ে উপাচার্য অফিসে একটি চিঠি পাঠিয়েছেন অধ্যাপক মাকসুদ কামাল। এতে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও কর্ম-পরিকল্পনার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে উত্তরোত্তর এগিয়ে যাবে, এটি আমার দৃঢ়বিশ্বাস।”

গতকাল সোমবার বিকাল সাড়ে চারটায় উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক নিয়াজ। দায়িত্ব নিয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।