চলতি সপ্তাহে শুরু হচ্ছে না ঢাবির শ্রেণি কার্যক্রম

ঢাবি
  © ফাইল ফটো

এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ প্রকাশ হওয়ার পর এই বিষয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে এ কথা সত্য নয়। এক সপ্তাহের মধ্যে প্রশাসনিক টিম সক্রিয় করে ক্রমান্বয়ে হল ও বিভাগ সমূহের কার্যক্রম শুরু হবে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

অধ্যাপক নিয়াজ বলেন, চলতি সপ্তাহে ক্লাস শুরু হবে বা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে কথাটা সঠিক নয়। আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের টিমকে সক্রিয় করার চেষ্টা করবো যেন প্রথমে হল ও পরবর্তীতে বিভাগসমূহের কার্যক্রম দ্রুত শুরু করা যায়।

তিনি বলেন, আমি দেখলাম সব জায়গায় বলা হচ্ছে এক সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করা হবে। কিন্তু এটা একটু ভুলভাবে প্রকাশিত হচ্ছে৷ আমি বলতে চেয়েছি আমাদের টিমকে এক সপ্তাহের মধ্যে আমরা সক্রিয় করতে চাচ্ছি। দুজন প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও অন্যান্যরা তাদের কাজ বুঝে নিবে। পরবর্তীতে প্রথম ধাপে হলের কার্যক্রম শুরু করে পরে বিভাগের কার্যক্রম শুরু করতে হবে৷ এই কার্যক্রম আজকে বিকেল থেকেই শুরু হবে। 

এর আগে ২৭ আগস্ট বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় “এক সপ্তাহের মধ্যে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম” শীর্ষক বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। তখন শিক্ষার্থীদের মনে ধারণা আসে এক সপ্তাহের মধ্যেই হয়তো একাডেমিক কার্যক্রম শুরু হবে।