বন্যার্তদের সহযোগিতায় বুটেক্স শিক্ষার্থীরা, দুর্ঘটনাও দমাতে পারেনি শিক্ষার্থীদের
- বুটেক্স প্রতিনিধি;
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৬:০৯ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০৬:০৯ PM
বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে টানা পঞ্চম দিনের মতো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে গণত্রাণ সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ও শুক্রবার দ্বিতীয় দফায় ত্রাণ নিয়ে দুটি দল যাচ্ছে লক্ষীপুর ও নোয়াখালী।
কর্মসূচির শুরু থেকেই কাপড়, শুকনা খাবার, পানি ও ঔষধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশেপাশের সাধারণ মানুষ। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দ্বিতীয় দফায় ত্রাণ পাঠানোর জন্য প্যাকেজিংয়ের কাজ চলছে। সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে উক্ত কার্যক্রমে।
দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছে এবং প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে তীব্রভাবে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার্তদের সহায়তায় গত ২৪ আগষ্ট (শনিবার) বুটেক্সের একটি দল ত্রাণ নিয়ে ফেনী যায়। ফেরার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয় ত্রাণবাহী ট্রাক। এতে মারাত্মকভাবে আহত হয়ে লাইফ সাপোর্টে আছেন বুটেক্স শিক্ষার্থী আব্দুল্লাহ আল লাবিব। যার কারণে পরবর্তী কয়দিনের ত্রাণকার্যক্রমে কিছুটা ভাটা পড়ে।
২৪ আগষ্ট (শনিবার) থেকেই ক্যাম্পাসে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়। সংগৃহীত ত্রাণসামগ্রী এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে আগামী ২৯ তারিখ (বৃহস্পতিবার) বুটেক্সের একটি দল লক্ষীপুর এবং ৩০ তারিখ (শুক্রবার) অন্য একটি দল নোয়াখালী যাচ্ছে। এ পর্যায়ে ২৫০ পরিবারের জন্য ত্রাণসামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত বুটেক্স শিক্ষার্থীরা সংগ্রহ করেছে প্রায় নয় লক্ষ উনত্রিশ হাজার টাকা যার মধ্যে প্রথমধাপের ত্রাণ কার্যক্রমে ১০০ পরিবারের জন্য খরচ হয় প্রায় দুই লক্ষ সাত হাজার টাকা এবং দ্বিতীয় দফায় লক্ষীপুর ও নোয়াখালীতে ত্রানসামগ্রী কেনাতে ব্যয় হয়েছে প্রায় চার লক্ষ বিশ হাজার টাকা, যাতে ২৫০ পরিবারের জন্য ত্রাণসামগ্রী থাকবে।