নজরুল বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক সামলাবেন প্রশাসনিক-আর্থিক দায়িত্ব
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৬:২৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৪, ০৬:২৬ PM
-13032.jpg)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সকল প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য সকল বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আলোচনাক্রমে একজন সিনিয়র প্রফেসরকে দায়িত্ব প্রদানের পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সকল বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আলোচনাক্রমে একজন সিনিয়র প্রফেসরকে দায়িত্ব প্রদানের জন্য পরামর্শ প্রদান করা হলো।
একইদিন শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক এক অফিস আদেশে যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) ও ট্রেজারাররা পদত্যাগ বা অনুপস্থিত রয়েছেন সেসব বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্রমতে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।