নজরুল বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন দায়িত্ব প্রদানের বৈঠক আজ, আলোচনায় ৫ অধ্যাপক

নজরুল বিশ্ববিদ্যালয়
  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনাক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দায়িত্ব প্রদানের পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জ্যেষ্ঠ অধ্যাপকদের মাঝে এগিয়ে আছেন গ্রেড-১ এর পাঁচ অধ্যাপক। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সকল বিভাগীয় প্রধানের সঙ্গে আলোচনার পর একজন জ্যেষ্ঠ অধ্যাপকের নাম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য আলোচনায় থাকা গ্রেড-১ এর পাঁচ জ্যেষ্ঠ অধ্যাপকরা হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. মুশাররাত শবনম এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন ও অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন।

তবে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বাদ পড়তে পারেন। এছাড়াও সভায় বিভাগীয় প্রধানদের সিদ্ধান্তে গ্রেড-২ কিংবা গ্রেড-৩ ক্যাটাগরির অধ্যাপকদের নামও সুপারিশ আসতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনায় আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে বিতর্কিত কেউ না আসুক এটিই প্রত্যাশা করি। যদি ভর্তি জালিয়াতি, নারী কেলেঙ্কারি কিংবা অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত কাউকে দায়িত্বের জন্য সুপারিশ করা হয়, তাহলে সিদ্ধান্তটি পুনরায় বিবেচনার জন্য শিক্ষামন্ত্রণালয়ের শরণাপন্ন হবো।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সভা আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সকল বিভাগীয় প্রধানদের পরামর্শক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপকের নাম নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে।