ঢাবির হলে প্রথম বর্ষেই শতভাগ সিটের দাবিতে ছাত্রীদের মানববন্ধন 

ঢাবি
  © টিবিএম ফটো

প্রথম বর্ষের প্রথম দিনে থেকে শতভাগ আবাসিকীকরণ, মেয়েদের হল সংখ্যা বাড়ানোসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। 

মানবন্ধন শেষে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কিছু সময় অবস্থান করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে জিওলজি বিভাগের শিক্ষার্থী নিশিতা বলেন, আমাদের মেয়েদের হলগুলোতে বলা হয় যে ঢাকার আশেপাশের জেলাগুলোর শিক্ষার্থীরা হলে সিট পাবেন না। কারণ তাদের জন্য বাস চালু আছে। তাদের এটা বিবেচনা করা উচিত, টাঙ্গাইল থেকে আসা একজন শিক্ষার্থী সকাল ৬টায় বাসে ওঠে। ক্যাম্পাসে এসে ক্লাস শেষ করে বিকেল ৫টায় যখন সে আবার বাসায় যায় ততক্ষণে রাত ১০টা বেজে যায়। পরদিন আবার সকাল ৬টায় তাকে বাস ধরতে হয়। এই শিক্ষার্থী পড়াশোনা করবে কখন আর ঘুমাবেই বা কখন? এগুলো এক ধরনের বৈষম্য। তাই আমরা চাই শতভাগ সিট নিশ্চিত করতে হবে। সবার জন্য সিট নিশ্চিত করতে হবে।

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৬টি দাবি রাখেন। তাদের দাবিগুলো হলো-
১. ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে।
২. ১ম বর্ষের ১ম দিন থেকেই সিট প্রদান করতে হবে।
৩. মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে।
৪. নতুন হল নির্মাণের আগ পর্যন্ত যাদের আবাসন সমস্যা আছে, ক্লাস শুরুর আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সাতদিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
৫. হলগুলোর সংস্কার করতে হবে। (বিল্ডিংগুলো নিরাপদ কি না তা পরীক্ষা করা, খাবারের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা, লন্ড্রিসেবা, বিশুদ্ধ পানি, অবকাঠামোগত সংস্কার, প্রশাসন কর্তৃক তদারকি ইত্যাদি)।
৬. মেয়েদের হলের আশপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।