রবির অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন পরিচালক গোলাম সরোয়ার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
  © সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ গোলাম সরোয়ার। 

সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞাপ্তিতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সূচারুরূপে সম্পন্নের জন্য নিম্নোক্ত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত দায়িত্ব নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জনাব মোঃ গোলাম সরোয়ার পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

তিনি নিজ পদে থেকে রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ আদেশ ০৩:০৯.২০২৪ তারিখ থেকে কার্যকর হবে এবং দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী দায়িত্ব ভাতা প্রাপ্য।

এবিষয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় ট্রেজারার স্যারের একসাথে তিনটি পদের দায়িত্ব পালন সমীচীন নয় এবং আইনের দৃষ্টিতে বৈধতা দেখায় না। সেজন্য রেজিস্ট্রার হিসেবে আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আমি রেজিস্ট্রারের দাপ্তরিক বা প্রশাসনিক যে কাজগুলো আছে সেগুলো করব। 

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চলতি বছরের ৩০ জানুয়ারি অবসরে যান এবং তার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পালন করেন।