বন্যার্তদের সহায়তার জন্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন গভঃ ল্যাবরেটরি স্কুলের
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ AM
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত গভঃ ল্যাবরেটরি হাই স্কুল। প্রতি বছর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভিন্নমাত্রার আয়োজনে স্কুলকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশের তৈরি হয়। তবে এবারের ৬৪তম স্কুল দিবস এর আয়োজন ছিল ভিন্নমাত্রার।
দেশের অধিকাংশ মানুষ যখন বন্যার ধকল সামাল দিতে ব্যস্ত তখন দেশের প্রয়োজনে এবং বন্যার্তদের পাশে দাঁড়াতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেয় স্কুলটির স্পোর্টস কমিউনিটির সদস্যরা। কনসার্ট ফর বাংলাদেশ নামের এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য ছিল বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্যে ত্রাণ সংগ্রহ করা এবং পরবর্তীতে তাদের নিকট সেটি পৌছে দেয়া।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রধান শিক্ষক আলমগীর হোসেন তালুকদার এবং আরও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষকমণ্ডলী। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, স্কুলটির সাথে তার অনেক আবেগ জড়িত, দীর্ঘ ২৬ বছর এই স্কুলটির শিক্ষকতায় নিজেকে নিয়োজিত করতে পেরে গর্ববোধ প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, চাকরির বয়সসীমা আর মাত্র ৫৭ দিন থাকলেও স্কুল এবং ছাত্রদের প্রতি তার ভালোবাসা থাকবে অসীম। ছাত্রদের লক্ষ্যে পৌছাতে সর্বদা পাশে থাকবেন বলেও প্রতিজ্ঞা করেন স্কুলটির প্রধান শিক্ষক।
অনুষ্ঠানটি আয়োজক হিসেবে ছিল স্পোর্টস কমিউনিটি অফ ওল্ড ল্যাবরেটরিয়ানস (স্কল) নামক স্কুলটির একটি অর্গানাইজেশন । এমন আয়োজন প্রসঙ্গে এই কমিউনিটির প্রধান রাশিদুল ইসলাম রাজিব বলেন, “প্রতি বছর ৩ সেপ্টেম্বর আমাদের জন্যে একটি আবেগময় দিন, এই দিনকে ঘিরে আমরা যারা বর্তমান এবং প্রাক্তন ছাত্র আছি তারা অনেক বেশি উৎসাহী হয়ে থাকি। বড় পরিসরে আয়োজন করার ইচ্ছা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটিকে ছোট করে আনা হয় । এখান থেকে আমরা একটা ইতিবাচক ফলাফল প্রত্যাশা করছি এবং এটি ব্যাপকভাবে সাড়া ফেলছে। ”
অনুষ্ঠানটিতে ব্যান্ড হিসেবে উপস্থিত ছিল বিবর্তন, শহরতলি, আভাস থেকে শুরু করে স্কুলের এলামনাই সদস্যদের নিজস্ব বিভিন্ন ব্যান্ড । এমন আয়োজন কে কেন্দ্র করে স্কুলের বর্তমান সদস্য থেকে শুরু করে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল স্কুল প্রাঙ্গণ এবং স্কুল দিবসে এমন আয়োজন সকলের ভূয়সী প্রশংসা কেড়ে নেয়।